দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসনের জন্য সব ধরনের পদক্ষেপ সমাজকল্যাণ মন্ত্রণালয় নৈতিকতার জায়গা থেকে তা করবে। আহতদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
তিনি বলেন, বাচ্চাদের সুচিকিৎসা সরকারের প্রধান ম্যান্ডেট। এই বাচ্চাদের যদি নিরাপদ জীবন দিতে না পারি তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি হব।এই ছাত্র-জনতা আন্দোলনে আহত-নিহতদের সব হাসপাতালের রেজিস্ট্রার থেকে তথ্য নিয়ে সবার ডাটাবেজ তৈরি করা হবে।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে সমাজকল্যাণ উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।আহতদের সুচিকিৎসার জন্য সবকিছু করার অঙ্গীকার ব্যক্ত করেন শারমীন এস মুরশিদ। যত্ন, ভালোবাসা, সুচিকিৎসা, সেবার মান ও আন্তরিকতার জন্য কর্তব্যরত চিকিৎসকদের তিনি ধন্যবাদ জানান।
সমাজকল্যাণ উপদেষ্টা আরও বলেন, আমরা নতুন করে ডাক্তারদের পেলাম, নতুন করে চিকিৎসা সেবা দেখলাম। এই ডাক্তারদেরও সেবাই চায় নতুন বাংলাদেশ। উপদেষ্টা উপস্থিত মিডিয়ার সাংবাদিকদের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের তথ্য দেওয়ার অনুরোধ জানান। এ জন্য মন্ত্রণালয়ে একটি সেল খোলার কথাও জানান উপদেষ্টা।এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সফিকুর রহমান, ঢাকা মেডিকেলের উপ-পরিচালক ডা. মো. খালেকুজ্জামান, সহকারী পরিচালক ডা. আশ্রাফুল আলম, ডা. আব্দুর রহমান ও ডা. আব্দুস সামাদ প্রমুখ।
বিএনএ/ আজিজুল, ওজি/এইচমুন্নী