বিএনএ, ববি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রাজনীতি নিষিদ্ধের পর এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া নিজেকে রাজনীতিমুক্ত করার কথা বলেছেন। সোমবার (১৯ আগস্ট) একথা বলেন উপাচার্য।
ববি উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি ইতিমধ্যে সিন্ডিকেটে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমি নিজে সিন্ডিকেটে এটা পাশ করেছি, যেখানে এই বিশ্ববিদ্যালয়ে আমি নিজেই রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছি সেখানে আমার রাজনীতির সকল ধরনের পদ পদবি থেকে অব্যাহতি হয়ে গেছে। এবং আমি আর রাজনীতির সাথে নেই সেদিন থেকেই।
উপাচার্য বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়ে আসার পর থেকে আমি শিক্ষার্থীদের কল্যানে কাজ করে গেছি। এই বিশ্ববিদ্যালয়টাকে কীভাবে শিক্ষার্থীবান্ধব, সেশনজটমুক্ত একটি আদর্শ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা যায় সেই বিষয় নিয়ে কাজ করছি।
উপাচার্য বলেন, আমি শিক্ষক, আমি শিক্ষার্থীদের বিষয়গুলো বুঝি তাদেরকে কীভাবে সুযোগ সুবিধার আওতায় আনা যায় সেগুলো নিয়ে আমি কাজ করে যাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে যে দাবিগুলো উপাচার্যের কাছে করা হয়েছে তার কিছু কিছু পূরণ করা হয়েছে বাকিগুলো চলমান রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন অপরাধের বিচার শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে, ট্রান্সক্রিপ্ট উত্তোলন ফি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয় ১১ আগস্ট বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম (বিশেষ) সভায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষাবিষয়ক উপদেষ্টা ছিলেন।
বিএনএ/রবিউল/এইচ.এম/হাসনা