বিএনএ, টাঙ্গাইল: মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১২, সি পি সি- ৩ টাঙ্গাইল ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শুক্রবার( ১৯শে আগস্ট) সকাল দশটার দিকে গোপন সংবাদ এর ভিত্তিতে র্যাব ১২-সিপিসি -৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমানের নেতৃত্বে টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ডের কান্দাপাড়া চামড়া গুদাম পট্টি এলাকায় এক অভিযান পরিচালিত হয়। এ সময় গণেশ স্টোরের সামনে থেকে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ মৃত কার্তিক রবি দাসের ছেলে সুরুজ রবি দাস (৫০) কে হাতেনাতে আটক করা হয় ।
ধৃত আসামি সুরুজ রবি দাস র্যাবের জিজ্ঞাসাবাদে জানায়- সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য দেশীয় চোলাই মদ সংগ্রহ করে তা টাঙ্গাইল সদর উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে বিক্রি করে আসছে।
ধৃত আসামির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪( খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিএনএ/ লুৎফর রহমান উজ্জ্বল, ওজি