বিএনএ ঢাকা: সরকার দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরিশালের ঘটনায় সেটিই প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৯ আগস্ট) শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।
সে সময় তিনি আরও বলেন,সবাই দেখেছে অধ্যাপক আসিফ নজরুলের কক্ষে কীভাবে তালা লাগানো হয়েছে। এটা কোনো সভ্য গণতান্ত্রিক দেশ হতে পারেনা।দেশের অবস্থা পাকিস্তানের চেয়েও খারাপ হয়ে গেছে। বাংলাদেশ এখন ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলে পড়ে কর্তৃত্ববাদী একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। এখানে ভয়ে কেউ কথা বলতে পারে না, লিখতে পারে না। এমনকি মাজার জেয়ারতের মতো একটা সাধারণ ধর্মীয় অনুষ্ঠানও করতে পারে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই ভীত হয়ে বিরোধী শক্তির ওপর দমন পীড়ন চালাচ্ছে। করোনা মধ্যে সবকিছু খুলে দিলেও, তারা রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনএনিউজ/আরকেসি