19 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সিআরবি রক্ষায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু

সিআরবি রক্ষায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু


বিএনএ, চট্টগ্রাম : ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে সিআরবির রক্ষায় বৃহস্পতিবার(১৯ আগস্ট) থেকে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে নাগরিক সমাজ।গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন  সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।

এ সময় তিনি বলেন, শতবর্ষী বৃক্ষরাজি, পাহাড়, টিলা ও উপত্যকায় ঘেরা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত অনন্য প্রাকৃতিক স্থান সিআরবি ধ্বংসের পাঁয়তারা কোনোভাবেই চট্টগ্রামবাসী মেনে নেবে না। এ চট্টগ্রাম মাস্টারদা সূর্য সেনের।আমজনতা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এ আন্দোলনে। আমরা অন্তত চার লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাব। তিনি নিশ্চয়ই পুনর্বিবেচনা করবেন।

নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্যসচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ‘আঁরা চট্টগ্রামত থাকি, সিআরবিরে ভালোবাসি। আঁরা হাসপাতলর নামে সিআরবিত কোন দোয়ান গইরতু দিতাম ন। ’ (আমরা চট্টগ্রামে থাকি, সিআরবিকে ভালোবাসি। আমরা হাসপাতালের নামে সিআরবিতে কোনো দোকান করতে দেব না। )

নগর আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ আমরা মানছি না, মানব না। চট্টগ্রামকে আমরা প্রাচ্যের রানী বলে জানি। আমরা লাখো কোটি গাছ লাগাচ্ছি, অন্যদিকে হাসপাতালের নামে সিআরবিকে ধ্বংস করার পাঁয়তারা করছি। আমরা হাসপাতাল চাই। কিন্তু যেখানে আমাদের বাচ্চারা খেলাধুলা করে, আমরা একটু নিশ্বাস ফেলার জন্য ছুটে আসি, সেখানে কিছুতেই হাসপাতাল চাই না।

এ সময় আরো বক্তব্য রাখেন প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস,প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম,নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মনজুরুল আলম ,মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, উপজেলা চেয়ারম্যান পরিষদের সভাপতি এহছানুল হায়দার চৌধুরী বাবুল, মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউনুস গণি চৌধুরী, জাসদ মহানগর সভাপতি বেলায়েত হোসেন, নগর আওয়ামী লীগ সহসভাপতি আলতাফ হোসেন বাচ্চু, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ খান, সাবেক ছাত্রনেতা মঞ্জুরুল আলম মঞ্জু, নগর শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান, অপরাজেয় বাংলার কর্ণধার এনায়েতউল্লাহ খান, প্যানেল মেয়র গিয়াসউদ্দিন, প্রকৌশলী হারুনর রশীদ, যুবনেতা দেবাশীষ পাল দেবু প্রমুখ।

 

 

 

YouTube player
“সি আর বি থাকুক চির অম্লান এবং প্রকৃতিময়”
সি আর বি তে শ্যামল সৌন্দর্য রক্ষায় আসুন ঐক্যমত গড়ি” এই শ্লোগান কে সংগী করে সংহতি ৮৭-৮৯ এর আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেল চারটায় সিআরবির ঐতিহাসিক শিরীষতলা প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংহতি প্রকাশ করেন চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশন, ক্যাডেট ফোরাম চট্টগ্রাম, ফ্রেন্ডস ৮৭, দুর্বার, প্রজন্মধারা বিপনি-বিতান সহ আরো সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

উক্ত সমাবেশ সঞ্চালনা করেন মাসিক প্রাণপ্রকৃতি পত্রিকার সম্পাদক  নিজাম উদ্দিন শারুদ। প্রতিবাদি কবিতা আবৃত্তি করেন হামিদা নীরু ও পারভিন মিমি।নৃত্য পরিবেশনায় ছিলেন মেহেনাজ সেতুলী।বক্তব্য রাখেন,সৈয়দা রিফাত আক্তার নিশু,শারদ মাজহার,কানিজ লাকী,ডাক্তার সালাম ওসমানী, ডাক্তার ফজলে রাব্বী প্রমুখ ।

বক্তারা  সি আর বি বাঁচাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।তারা মাননীয় সরকারের কাছে এই প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার্ আহবান জানান।  শেষে সি আর বি এলাকায় বৃক্ষরোপণ করা হয়।
বিএনএ/ওজি

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ