21 C
আবহাওয়া
৮:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, পলাতক প্রেমিক

বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, পলাতক প্রেমিক

বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, পলাতক প্রেমিক

বিএনএ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন কলেজছাত্রী। ভুক্তভোগীর দাবি বিয়ের আশ্বাসে তারা স্বামী-স্ত্রীর মতো সময় কাটিয়েছেন। বিয়ের জন্য চাপ দেওয়ার পর প্রেমিক পলাতক রয়েছেন। ঈদুল আযহার তৃতীয় দিন বুধবার (১৯ জুন) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের দেবীপুর গ্রামে প্রেমিকের বাড়িতে অনশনে বসেন কলেজছাত্রী।

অভিযুক্ত আলাউদ্দিন (৩০) ওই গ্রামের সোলায়মান প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রেমিকা সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের ছাত্রী। তার বাড়ি কামারখন্দ উপজেলায়।

নওগাঁ ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ১৩ বছর আগে তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের আলাউদ্দিনের (৩০) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে প্রেমিক আলাউদ্দিন ঢাকায় একটি বেসরকারি কম্পানিতে কর্মরত। ঈদুল আযহার ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন তিনি।

কলেজছাত্রী বলেন, ‘সম্পর্কের পর আমাকে ঢাকায় তার বাসায় নিয়ে স্বামী-স্ত্রীর মতো সময় কাটাতো। সম্প্রতি বিয়ের কথা বললে আলাউদ্দিন নানা অজুহাতে টালবাহানা শুরু করে। নিরুপায় হয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে এসেছি।’

প্রেমিক আলাউদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘প্রেম ছিল অস্বীকার করবো না। কিন্তু মেয়েটির আরো কয়েক জায়গায় সম্পর্ক রয়েছে। যার ফলে বিয়ে করার প্রশ্নই ওঠে না। যা হয় আইনে সমাধান হবে।’

তাড়াশ থানার ওসি মো. নূরে আলম জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। খোঁজ নিয়ে বিষয়টা দেখা হচ্ছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ