ছাগলনাইয়া (ফেনী) : ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার বলেছেন, উপজেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের অতীতের মত ভবিষ্যতেও উচ্চ শিক্ষা গ্রহণে সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে। আজকের শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ ২০৪১ ভিশন বাস্তবায়নে এবং স্মার্ট ও উন্নত ছাগলনাইয়া গঠনে এগিয়ে যেতে হবে।
তিনি বুধবার (১৯জুন) সকালে উপজেলা মিলনায়তনে এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৪ এ ছাগলনাইয়া হতে এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এ সব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে ছাগলনাইয়া স্টুডেন্ট এসোসিয়েশন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম।
উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলার ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও বিবি জোলেখা শিল্পী।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব,ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, পোর্টল্যান্ড গ্রুপের ডিরেক্টর (এডমিন) এম রবিউল হোসেন মজুমদার বাবু ও রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মজুমদার প্রমূখ।
বিশেষ অতিথির বক্তৃতায় ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার বলেন, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স(এআই-কৃত্রিম বৃদ্ধিমত্তা), রোবোটিক্স প্রতিযোগিতা, ভার্চুয়াল রিয়েলিটির সমৃদ্ধ জ্ঞান, স্ব স্ব ট্রেডে দক্ষতা ও অভিজ্ঞতা ছাড়া সামনে এগিয়ে যাওয়া এবং কর্মক্ষেত্রে টিকে থাকা আগামীতে কঠিন হবে। তাই আজকের শিক্ষার্থীদের এসএসসি বা দাখিল পাশের আগেই ঠিক করে নিতে হবে ভবিষ্যতে কে কি করতে চায়। সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোট সাধারণ শ্রমিকের কাজ দখল করে নেবে। যেখানে মানুষ তিন শিফটে তিনজন কাজ করে সেখানে রোবোট ২৪ঘণ্টাও কাজ করতে পারে।
বক্তব্য রাখেন অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী, প্রধান শিক্ষক গোলাম আফছার ও অভিভাবক প্রতিনিধি মুজিবুর রহমান, ছাগলনাইয়া স্টুডেন্ট এসোসিয়েশনের প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম খান, সমন্বয়ক এমদাদুল হক, সমন্বয়ক ইফতেখারুল আলম সংকেত ও সমন্বয়ক জামিল হোসেন।
ছাগলনাইয়া উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষায় – ২০২৪ জিপিএ-৫ প্রাপ্ত ১১০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা
শেষে ক্রেস্ট, সার্টিফিকেট, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লিখিত বই এবং উপহার প্রদান করা হয়।
বিএনএ, এবিএম নিজাম উদ্দিন, এসজিএন/হাসনা