বিশ্ব ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। স্থানীয় সময় বুধবার (১৯ জুন) সকালে পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে অবতরণ করেন তিনি। খবর রয়টার্সের
পুতিনকে বিমান বন্দরে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ সময় রুশ প্রেসিডেন্টকে তাকে জড়িয়ে ধরেন উত্তর কোরিয়ার নেতা এবং তারা দুই দেশের সম্পর্ক উন্নয়নে একমত হন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
সর্বশেষ ২৪ বছর আগে ২০০০ সালের জুলাই মাসে উত্তর কোরিয়া সফর করেন পুতিন। গত বছরের সেপ্টেম্বর মাসে রাশিয়া সফরে গিয়ে তাকে আবার পিয়ংইয়ং সফরের দাওয়াত দেন উত্তরের নেতা কিম। সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে আজ উত্তরের মাটিতে পা রাখলেন পুতিন।
বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা