28 C
আবহাওয়া
২:২৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশে সব আছে, শুধু মানবসম্পদটা কাজে লাগানোর পালা-মিজান

বাংলাদেশে সব আছে, শুধু মানবসম্পদটা কাজে লাগানোর পালা-মিজান

বিএনএনিউজ২৪ ডটকম সম্পাদক

চবি(চট্টগ্রাম) প্রতিনিধি:  বাংলাদেশ নিউজ এজেন্সি’র (বিএনএ) সম্পাদক ও পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার বলেন, সিঙ্গাপুর একসময় অতি দরিদ্র একটি দেশ ছিল। সেখানে কোন খনিজ সম্পদ কৃষি সম্পদ কিছুই ছিল না। কিন্তু তারা মানবসম্পদকে এমনভাবে কাজে লাগিয়েছে যে, আজ তারা পুরো বিশ্বের ট্রেড-সেন্টারে পরিণত হয়েছে। বাংলাদেশে সবকিছু আছে, শুধু মানবসম্পদটা কাজে লাগানোর পালা।

সোমবার (১৯ জুন) বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যারিয়ার ক্লাব (সিইউসিসি) এর ‘বার্ষিক সাধারণ সভা ও নবীনবরণ ২০২৩’ অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্যে প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যারিয়ার ক্লাব (সিইউসিসি)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যারিয়ার ক্লাব (সিইউসিসি)

মিজানুর রহমান মজুমদার বলেন, আমরা এখন সমুদ্রও জয় করেছি। আমাদের নিজেদের বিস্তৃত করার সুযোগ আরও বেড়ে গেছে। আমাদের দেশে ১০০টি ইকোনমিক জোন হচ্ছে। সেজন্য আমাদের তৈরি হতে হবে। কারিগরি শিক্ষা দিতে হবে সকলকে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, সবাইকে সুশিক্ষিত হতে হবে।সেই সাথে চতুর্থ শিল্পবিপ্লব ও স্মার্ট বাংলাদেশ ২০৪১ এর জন্য উপযুক্ত হতে হবে।

মিজানুর রহমান মজুমদারকে ক্রেস্ট উপহার দেয়া হয়
মিজানুর রহমান মজুমদারকে ক্রেস্ট উপহার দেয়া হয়

বিএনএনিউজ২৪ ডটকম সম্পাদক মিজান বলেন,  পড়ালেখা শেষ করে বড় আমলা হওয়া যায়, ব্যবসায়ি হওয়া যায়। রাজনীতিবিদও হওয়া যায়! কিন্তু স্মার্ট নাগরিক হওয়া যায় না। স্মার্ট নাগরিক হলেই প্রতিষ্ঠিত হবে মেধানির্ভর সভ্য সমাজ ব্যবস্থা। ২০৪১ সালের মধ্য সেই মেধা নির্ভর সভ্য সমাজপ্রতিষ্ঠা করতে শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। কেননা উন্নত বিশ্বের দেশগুলো এরই মধ্যে স্মার্ট দেশে রূপান্তরিত হয়েছে।উন্নত দেশগুলো উন্নতির নেপথ্য শক্তি হচ্ছে প্রযুক্তি নির্ভর জনশক্তি । অনেক উন্নয়নশীল দেশ প্রযুক্তি নির্ভর জনশক্তির মাধ্যমে উন্নত দেশে শামিল হয়ে গেছে । বাংলাদেশ উন্নত দেশের কাতারে সামিল হতে চায়। আপনারাই হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর সেই প্রযুক্তি ও জ্ঞান নির্ভর শক্তি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (সিইউসিসি)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (সিইউসিসি) অুষ্ঠানে দর্শকদের একাংশ

তাওহীদা মাহমুদ আরিয়ান ও অর্পন চৌধুরীর সঞ্চালনায় শুরু হয় এ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন চবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. মোস্তাক আল মুজাহিদ জিনিয়াস এবং স্বাগত বক্তব্য রাখেন চবি ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন তুষার।

এতে প্রধান অিতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) সুদীপ্ত সরকার পিপিএম।

বিএনএনিউজ২৪,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ