28 C
আবহাওয়া
২:৩০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশে ঈদুল আজহা ২৯ জুন?

বাংলাদেশে ঈদুল আজহা ২৯ জুন?

সংযুক্ত আরব-আমিরাত ঈদুল আযহার তারিখ ঘোষণা

বিএনএ, ঢাকা : হিজরি ১৪৪৪ সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার (১৯ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এদিন সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) এ সভা হবে। সেখান থেকে জানা যাবে কবে ঈদুল আজহা হচ্ছে বাংলাদেশে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা কর্তৃপক্ষের দেয়া টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে আরবি বছরের শেষ মাস জিলহজের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে আগামী ২৮ জুন (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি। এবারের হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন (মঙ্গলবার)।

আগের বছরগুলোতে দেখা গেছে, সৌদি আরবে যেদিন ঈদ পালন হয় বাংলাদেশে সাধারণত তার পরের দিন ঈদ পালন করা হয়। সে হিসেবে এবার ২৯ জুন হতে পারে পবিত্র ঈদুল আযহা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ