19 C
আবহাওয়া
৭:২২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

বাঁশখালীতে অটোরিক্সার ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় বশির উদ্দিন তালুকদার (৪৪) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১২টায় ধানমন্ডির ৭ নম্বর সড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত বশির ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) পেট্রোলের দেহরক্ষীর দায়িত্বে ছিলেন। তিনি পটুয়াখালী জেলার দুমকি থানার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, ধানমন্ডি ৭ নম্বর রোডে ঢাকা ব্যাংকের সামনে মিরপুর রোডে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় রাস্তায় পড়েছিলেন এই পুলিশ সদস্য। পাশেই পড়েছিল একটি বাইসাইকেল ও টেবিল ফ্যান। সে সময়ে বৃষ্টি হচ্ছিল। সংবাদ পেয়ে সেখান থেকে রাত আনুমানিক সাড়ে ১২টায় দিকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। পুলিশ ঘাতক গাড়ি ও তার চালককে আটকের চেষ্টা করছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ