27 C
আবহাওয়া
৫:০৩ অপরাহ্ণ - মে ১৯, ২০২৫
Bnanews24.com
Home » সেই ৬১ আইনজীবীর জামিন স্থগিত রাখার আদেশ

সেই ৬১ আইনজীবীর জামিন স্থগিত রাখার আদেশ


বিএনএ, ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন। পাশাপাশি তাদের জামিনের বিষয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের এক পর্যায়ে ঢাকা আইনজীবী সমিতির একাধিক সদস্য হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামীপন্থি ৬১ আইনজীবী হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। তবে জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যার পরিপ্রেক্ষিতে আজ জামিন স্থগিতের আদেশ দেওয়া হলো।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ