26 C
আবহাওয়া
৯:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » স্বেচ্ছাসেবক লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

স্বেচ্ছাসেবক লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

মেহেদী হাসান (১৮) নামে

ঢাকা:  রাজধানীর শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ এলাকায় স্বেচ্ছাসেবক লীগের দুপক্ষের সংঘর্ষে মেহেদী হাসান (১৮) নামে এক সমর্থক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

শনিবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত মেহেদী জামালপুর জেলা সদর এলাকার মো. হানিফ মিয়ার ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ঢাকার বাড্ডার নুরের চালা পূর্বপাড়া এলাকায় থাকতেন।

মেহেদী এবার এলাকার ছোলমাইদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছিল বলে স্বজনরা জানান।

নিহতের চাচা মো. আলম জানান , শেরে বাংলা নগরের স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে দাবি করেন। তিনি আরও জানান, নিহতের মামা চয়ন ভাটারা এলাকার একটি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতা।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গুলিস্তান পার্টি অফিস থেকে স্বেচ্ছাসেবক লীগের একটি শোভাযাত্রা ধানমন্ডি ৩২ নম্বর রোডে যায়। অনুষ্ঠান শেষে মেহেদী সহ নেতাকর্মীরা শেরেবাংলা নগর মানিক মিয়া এভিনিউ এলাকায় দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় রাস্তা পারাপারের সময় কয়েকজন পিকআপভ্যানে সঙ্গে ধাক্কা খায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মেহেদিকে এলো পাতাড়িভাবে ছুরিকাঘাত করা হয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সেখানে র‌্যালি চলাকালে দুপক্ষের সংঘর্ষে মেহেদীকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তবে প্রাথমিকভাবে কে বা কারা মেহেদীকে ছুরিকাঘাত করেছেন এ বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক জানান, মানিক মিয়া এভিনিউ এলাকায় স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি চলাকালে একটি সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে মেহেদী নামে এক কর্মী খুন হয়েছেন। এ হত্যাকাণ্ডের বিষয়গুলো নিয়ে পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। ঘটনাটির প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে । মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহা,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ