বিএনএ, চট্টগ্রাম : নিরাপত্তাজনিত কারণে বান্দরবান কারাগার থেকে ২২ জন বন্দীকে কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে পার্বত্য চট্টগ্রামের নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৮ জন এবং নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার চারজন।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে তারা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ২২ বন্দীকে বান্দরবান থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। এখানে তাদের কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবর থেকে পার্বত্য চট্টগ্রামের নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করছে। কেএনএফের কথিত সামরিক শাখার নাম কেএনএ। ইতিপূর্বে এ সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় অভিযান চালিয়ে দেশের নতুন জঙ্গি গোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার অনেক সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই আস্তানায় সমতল থেকে আসা জঙ্গিরা প্রশিক্ষণ নিত বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ইতিপূর্বে জানানো হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।