রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের খারকিভ অঞ্চল দখল নিতে এবং রুশ যুদ্ধজাহাজ মস্কভাকে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে ব্যর্থতার দায়ে দেশটির কয়েকজন শীর্ষ কমান্ডারকে বরখাস্ত করেছেন।
বৃহস্পতিবার (১৯ মে) যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, খারকিভ দখলে ব্যর্থতার কারণে রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল সের্হি কিসেলকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া মস্কভা যুদ্ধজাহাজডুবির কারণে ভাইস অ্যাডমিরাল ইগর ওসিপভকে বরখাস্ত করা হয়।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেদিন হতে ইউক্রেনে সামরিক আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া।
বিএনএনিউজ২৪,জিএন