17 C
আবহাওয়া
৬:১০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » শেয়ারবাজার নিয়ে গুজব, গ্রেপ্তার ১

শেয়ারবাজার নিয়ে গুজব, গ্রেপ্তার ১

গ্রেপ্তার-২

বিএনএ, ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ারবাজার নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে মাহবুবুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শেয়ারবাজার ২০২১’ নামের একটি ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দিয়ে পুঁজিবাজার সংক্রান্ত গুজব সৃষ্টি করত মাহবুবুর রহমান নামের আটককৃত ওই ব্যক্তি। পরে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন সময় শেয়ার বাজার সম্পর্কিত গুজব সৃষ্টিকারী পোস্ট করে শেয়ারবাজারকে প্রভাবিত করার চেষ্টা করার প্রেক্ষিতে বিএসইসি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এর ভিত্তিতে মঙ্গলবার (১৭ মে) ডিবি পুলিশের একটি দল মো. মাহবুবুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করতে দশ দিনের রিমান্ড আবেদন করার কথা রয়েছে।

জানা গেছে, গত ১৯ ডিসেম্বর মো. মাহবুবুর রহমান ‘শেয়ারবাজার ২০২১’ নামক ফেসবুক পেজে পোস্ট দেন, ‘যে যা পারেন সেল দিয়ে বের হয়ে যান। ইনডেক্স ৫৬০০ পর্যন্ত পড়বে………প‌্যানিক নয় বাস্তবতা!’ পরে বিএসইসি’র ‘সোশ‌্যাল মিডিয়া মনিটরিং সেল’র পর্যবেক্ষণে মাহবুবুর রহমান ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন সময় শেয়ারবাজার সম্পর্কিত গুজব সৃষ্টিকারী পোস্ট দিচ্ছেন বলে উঠে আসে।

বিএসইসি সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে গুজব নিয়ন্ত্রণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডিজিটাল সিকিউরিটি এজেন্সির সঙ্গে সমন্বিতভাবে তারা কাজ করে আসছে। বিএসইসির অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে ৩১টি গুজব সৃষ্টিকারী ফেসবুক আইডি নিষ্ক্রিয়ও করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ