বিএনএ বিশ্ব ডেস্ক: অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ৩৩ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।৫৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্ট।
সংবাদ মাধ্যম আল জাজিরা ও এপি জানিয়েছে, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৫০ জন যাত্রী নিখোঁজ রয়েছে।জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। যাদেরকে উদ্ধার করা হয়েছে তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।
আইওএম-এর ভূমধ্যসাগরীয় দপ্তরের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো এক টুইট বার্তায় বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সবাই বাংলাদেশি নাগরিক। গত রোববার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করেছিলেন।
উদ্ধার হওয়া যাত্রীদের বরাত দিয়ে তিউনিসিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন,লিবিয়া থেকে ছাড়ার সময় নৌকাতে অন্তত ৯০ জন অভিভাসন প্রত্যাশী ছিলেন।
বিএনএনিউজ/আরকেসি