20.7 C
আবহাওয়া
৪:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মধ্যরাত থেকে ৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরা নিষিদ্ধ

মধ্যরাত থেকে ৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরা নিষিদ্ধ

মধ্যরাত থেকে ৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরা নিষিদ্ধ

বিএনএ, ঢাকা : দেশের মৎস্যসম্পদ বৃদ্ধিতে ৬৫ দিনের জন্য বুধবার মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে দেশের জলসীমায় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।

মৎস্য অধিদপ্তর প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ করে। সাগরে সব প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধি ও ইলিশ বড় হওয়ার সুযোগ করে দিতেই এই পদক্ষেপ।

এদিকে উপকূলীয় মৎস্য আড়তে দেখা গেছে, সমুদ্রগামী জেলেরা জাল, ট্রলার ও ফিশিংবোট নিয়ে সাগর থেকে নিজ নিজ ঘাটে ফিরতে শুরু করেছে।

মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম জানান, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জন্য প্রতিমাসে ৪০ কেজি করে চাল দেয়া হবে। সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে ভোলায় এমন নিবন্ধিত জেলে রয়েছে ৬৩ হাজার ৯৫৪ জন। তাদের সবাই চাল পাবে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ