26 C
আবহাওয়া
১২:২৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৫
Bnanews24.com
Home » ম্যারাথনে মানুষের কাছে হারল রোবট

ম্যারাথনে মানুষের কাছে হারল রোবট


বিএনএ, বিশ্বডেস্ক : বিশ্বে এই প্রথম অনুষ্ঠিত হলো মানুষ বনাম রোবট ম্যারাথন। শনিবার (১৯শে এপ্রিল) চীনের বেইজিংয়ে বিশ্বের প্রথম মানুষ বনাম রোবটের অর্ধ-ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। যেখানে ২০টিরও বেশি দুই পায়ের রোবট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তবে ম্যারাথনে রোবটগুলে এক মাইলের ব্যবধানে হেরে যায়।

বর্তমানে  কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবট কীভাবে একদিন মানুষকে ছাড়িয়ে যাবে সে বিষয়টি অন্যতম আলোচিত বিষয়। বিস্তর গবেষণা, মত ভিন্নমত দেখা যাচ্ছে। দাবি উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তার রেশ টানার। বলা হচ্ছে, তা না হলে মানুষ একটা সময় বড় বিপর্যয়ের মুখোমুখি হবে। সেসব শঙ্কা-আশঙ্কার মধ্যে চীনে রোবট নিয়ে চলছে নানা পরিকল্পনা।

গত কয়েক মাস ধরে চীনের মানবিক রোবটদের সাইকেল চালানো, রাউন্ডহাউস কিক এবং সাইড ফ্লিপ করার ভিডিও ইন্টারনেটে আলোড়ন তুলেছে। প্রায়শই রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে রোবটকে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি মূল সম্ভাব্য চালিকাশক্তি হিসাবে তুলে ধরা হচ্ছে।

এসবের মধ্যেই শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে বিশ্বের প্রথম মানুষ ও রোবটের হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। যেখানে ১২ হাজার মানুষের বিপরীতে অংশ নেয় ২০ রোবট।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ