বিএনএ মুন্সীগঞ্জ: ঈদের ছুটির প্রথম দিনে দেশের মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢল নেমেছে মোটরসাইকেল আরোহীদের। বুধবার ভোর থেকে শত শত মোটরসাইকেল পারাপারের জন্য শিমুলিয়ার ৪নং ফেরিঘাটে অপেক্ষা করতে দেখা গেছে।
সকাল ৬টা থেকে শিমুলিয়া থেকে মাঝিকান্দির উদ্দেশে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতেই মোটরসাইকেল ও যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঘাটের পন্টুন থেকে অ্যাপ্রোচ সড়ক পর্যন্ত দুই চাকার এই যানের সারি রয়েছে।
যাত্রীরা জানায়, আগামীকাল বৃহস্পতিবার থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করবে। তবে ছুটি শুরু হওয়ায় ভোগান্তি এড়াতে আগে-ভাগেই বাড়ি যাচ্ছেন তারা।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, বুধবার শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ২টি ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। ঈদের ছুটি শুরু হওয়ায় আজ চাপ বেশি।
বিএনএনিউজ২৪/ এমএইচ