21 C
আবহাওয়া
৬:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » হবিগঞ্জে ৯ দফা দাবিতে চলছে পরিবহন ধর্মঘট

হবিগঞ্জে ৯ দফা দাবিতে চলছে পরিবহন ধর্মঘট

হবিগঞ্জে ৯ দফা দাবিতে চলছে পরিবহন ধর্মঘট

বিএনএ,সিলেট:  হবিগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্কিং সুবিধাসহ ৯ দফা দাবিতে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

রোববার (১৯ মার্চ ২০২৩) ভোর ৬টা থেকে শুরু হয় এ পরিবহন ধর্মঘট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ধর্মঘটকারীরা জানান, হবিগঞ্জ সদর হাসপাতালে অন্তত ৪০টি প্রাইভেট অ্যাম্বুলেন্স রোগী পরিবহন করে আসছে। সম্প্রতি হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্কিং নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এক সপ্তাহ ধরে জরুরি সেবা বন্ধ রেখে ধর্মঘট পালন করে আসছে, জেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতি। এ ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। শনিবার রাতে এক জরুরি সভা করে তারাও গোটা জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে দূরপাল্লার যাত্রীরা আসেন পৌর বাস টার্মিনালে। কোনো যানবাহন না পেয়ে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন তারা। অনেকে বিদেশগামী যাত্রী ও চাকরির ইন্টারভিউর জন্য গন্তব্যে যেতে এসে চরম বিপাকে পড়েছেন।

বিএনএ,

Loading


শিরোনাম বিএনএ