23 C
আবহাওয়া
৮:০৮ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » উত্তর কোরিয়ায় দূতাবাস বন্ধের ঘোষণা মালয়েশিয়ার

উত্তর কোরিয়ায় দূতাবাস বন্ধের ঘোষণা মালয়েশিয়ার


বিএনএ ডেস্ক:উত্তর কোরিয়ায় দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মুদ্রা পাচারের অভিযোগে উত্তর কোরিয়ার এক নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রত্যাবাসন করা যাবে বলে সম্প্রতি মালয়েশিয়ার একটি আদালত রায় দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ং জানিয়েছে, তারা কুয়ালালামপুরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা ‘অবন্ধুত্বসূলভ ও অগঠনমূলক।’

মন্ত্রণালয় বলেছে, তারা পিয়ংইয়ংয়ে দূতাবাস বন্ধ করে দিবে। এছাড়া কুয়ালালামপুরে উত্তর কোরিয়ার দূতাবাসে কর্মরত সব কূটনৈতিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

Loading


শিরোনাম বিএনএ