19.5 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home »  রাশিয়ার প্রকৃত বন্ধু ছিলেন শেখ মুজিব : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

 রাশিয়ার প্রকৃত বন্ধু ছিলেন শেখ মুজিব : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার প্রকৃত বন্ধু ছিলেন শেখ মুজিব : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

বিএনএ, ঢাকা : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি লাভরফ বলেছেন , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কথা বলতে সুযোগ করে দেয়াটা আমার জন্য দারুণ সম্মানের। রাশিয়া স্মরণ করছে শেখ মুজিবুর রহমানকে। তিনি ছিলেন অসামন্য রাজনৈতিক ও বিপ্লবী নেতা। তার দেশের মানুষের স্বাধীনতা ও শান্তির জন্য তিনি লড়াই করে গেছেন। শেখ মুজিব ছিলেন রাশিয়ার প্রকৃত বন্ধু।’

শুক্রবার (১৯ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় দিনের অনুষ্ঠান ধারণকৃত ভিডিও বার্তায় এ কথা বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের সফলতাকে আমরা স্বাগত জানাই। আপনাদের দেশ ভালো করছে এবং ক্রমাগত উন্নতি করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও তা আলোচনা হচ্ছে। বৈশ্বিক সমস্যা দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও ঢাকা কাজ করছে।’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক রাজনৈতিক আলোচনা চালিয়ে যেতেও প্রস্তুত। বাংলাদেশ-রাশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আমি সন্তুষ্ট।’

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ