বিএনএ, বিশ্বডেস্ক : সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) গত তিন দিনে হোয়াইট নাইল রাজ্যের আল-গিতাইনা শহরের আশেপাশের গ্রামে হামলা চালিয়ে ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি আইনজীবী গোষ্ঠী আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে।
আইনজীবীদের এই নেটওয়ার্ক জানিয়েছে যে হোয়াইট নাইল নদী পার হয়ে পালানোর চেষ্টা করার সময় আধাসামরিক বাহিনী গ্রামবাসীদের উপর গুলি চালায়। ফলে অনেক বেসামরিক ব্যক্তি নদীতে ডুবে যেতে পারেন, তাদের মরদেহ ভেসে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
গ্রামবাসীদের ওপর এ আক্রমণকে ‘গণহত্যা’ বলে অভিহিত করা হয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদান সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক ডেপুটি ও আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর বাহিনীর মধ্যে এক নৃশংস সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের বিরুদ্ধে নির্যাতন এবং যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে।
এই যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী