25 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ইসরা‌য়ে‌লি হামলায় গাজায় ১২৭জন নিহত

ইসরা‌য়ে‌লি হামলায় গাজায় ১২৭জন নিহত

গাজার শহর খান ইউনিসের

বিশ্ব ডেস্ক :গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী বিদ্যুৎ ও অক্সিজেন সরবরাহ বন্ধ করার পর খান ইউনিসের নাসের হাসপাতালে রোগী‌দের মৃতু‌্য অব‌্যাহত র‌য়ে‌ছে।

সোমবার(১৯ ফেব্রুয়া‌রি) আল জা‌জিরা গাজা প্রশাস‌নের উদ্ধৃ‌তি দি‌য়ে জানায়,

 

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১২৭ জন নিহত হয়েছে। ইসরায়েলের বোমা হামলায় ৭ অক্টোবর থেকে অন্তত ২৮ হাজার ৯৮৫ ফিলিস্তিনি নিহত এবং ৬৮,৮৮৩ জন আহত হয়েছে। ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৩৯।

 

হিজবুল্লাহ বলেছে যে তারা রবিবার ইসরায়েলের বিরুদ্ধে নয়টি হামলা চালিয়েছে

লেবাননের গোষ্ঠীটি বলেছে যে সামরিক অভিযানের মধ্যে ইভেন মেনাচেম শহরে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে এবং বিতর্কিত শেবা ফার্মে ইসরায়েলি অবস্থানগুলিতে আক্রমণ অন্তর্ভুক্ত ছিল, যেটিকে লেবানন নিজের বলে দাবি করে।

 

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন-ইসরায়েল সীমান্ত জুড়ে ব‌্যাপক গোলাগু‌লি হ‌চ্ছে, যা উভয় পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।

এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ