25 C
আবহাওয়া
৫:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সার্চ কমিটি করে মানুষের সাথে প্রতারণা: মির্জা ফখরুল

সার্চ কমিটি করে মানুষের সাথে প্রতারণা: মির্জা ফখরুল


বিএনএ ডেস্ক, ঢাকা: সার্চ কমিটি করে সরকার মানুষের সাথে প্রতারণা করেছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি’র স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ‘স্মৃতির অ্যালবাম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, শুধু নির্বাচন কমিশন গঠন করলেই হবে না, সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নিরপেক্ষ সরকার। অভিযোগ করেন, জনগণকে বোকা বানিয়ে ২০১৪ সালের মতো নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে তবে প্রকৃতপক্ষে তারা সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের নেতৃত্বে দেশের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। শিক্ষা, স্বাস্থ্য অবকাঠামোসহ সব খাতে দুর্নীতি করছে ক্ষমতাসীনরা। কয়েকদিন আগে মন্ত্রীসহ দুজনের কথোপকথনের রেকর্ড ছড়িয়ে পড়েছে, সেখানেও দুর্নীতির কথা বেরিয়ে আসছে। বলেন, বিশ্ববিদ্যালয়ে উপাচার্যরা দুর্নীতি করছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা কাজ করছেন, তারাও দুর্নীতি করছেন। এমন কোনো জায়গা নেই, যেখানে দুর্নীতি হচ্ছে না।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন সরকার দেশের সব অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। লড়াই করে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্রের কিছুই আর অবশিষ্ট নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ আরও অনেকে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ