15 C
আবহাওয়া
১২:০৩ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » বিএনপির আন্দোলন মুখ থুবড়ে পড়বে:ওবায়দুল কাদের

বিএনপির আন্দোলন মুখ থুবড়ে পড়বে:ওবায়দুল কাদের

সরকার পতনের ঘোষণা বিএনপির নতুন করে দেশবিরোধী ষড়যন্ত্রে

বিএনএ,ঢাকা:বিএনপির রাজনীতিই এখন গভীর সমুদ্রে কম্পাসহীন নাবিকের মতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।শেখ হাসিনার জনমুখী রাজনীতির জন্যই বিএনপি নির্বাচনে ব্যর্থ হয়ে একযুগ কাটিয়ে দিয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার(১৯ফেব্রুয়ারি)সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরও বলেন,বিএনপির আন্দোলন সুদুরপরাহত।তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা,যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না।একদফা আর এগারো দফা যাই বলুক,দলটির আন্দোলনের মরা গাঙ্গে আর জোয়ার আসবে না।তাদের তথাকথিত একদফা আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,যে কোন জনঘনিষ্ট ইস্যুতে শেখ হাসিনা সরকার সবার আগে রেসপন্স করে।আওয়ামী লীগও দেশের মানুষের সঙ্গে আছে বলেই বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়ছে।মিথ্যাচারই তাদের রাজনীতিকে এখন গ্রাস করছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সভাপতির প্রতি দেশের জনগণের আস্থা শতভাগ উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপুল বিজয় তারই নজির।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ