15 C
আবহাওয়া
১১:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » সিলেটে মা-মেয়ে খুন, সৎ ছেলে আটক

সিলেটে মা-মেয়ে খুন, সৎ ছেলে আটক

সিলেটে মা-মেয়ে খুন, সৎ ছেলে আটক

বিএনএ, সিলেট : সিলেটের শাহপরান থানা এলাকায় মা রুবিয়া বেগম (৩০) ও তার মেয়ের নাম মাহা বেগম (৯) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রক্তমাখা একটি ছোরাসহ নিহত নারীর কিশোর (১৭) সৎ ছেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে শাহপরানের বিআইডিসি মহল্লার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রুবিনার ছেলে তাহসিনকেও (৭) ছুরিকাঘাত করা হয়েছে। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে সৎমা-ভাই-বোনকে দা দিয়ে এলোপাতাড়ি কোপায় ও ছুরিকাঘাত করে ওই কিশোর। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে মারা যান। তাদের শরীরজুড়ে এলোপাতাড়ি কোপ ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘরের বিছানায় পড়ে থাকা মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তোশকে আগুন ধরিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়ার সময় ওই কিশোরকে আটক করেছে পুলিশ।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত শিশুর অবস্থা সংকটাপন্ন। মা-মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে গেছে পুলিশ।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ