16 C
আবহাওয়া
৮:২৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » প্রথম শ্রেণি থেকেই পাঠ্যপুস্তকে মূল্যবোধের বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি- ড. এম আমিনুল ইসলাম

প্রথম শ্রেণি থেকেই পাঠ্যপুস্তকে মূল্যবোধের বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি- ড. এম আমিনুল ইসলাম

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম

ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম বলেছেন, বিশ্বে শান্তি স্থাপন করতে হলে ক্ষুধামুক্ত ও বাসযোগ্য পরিবেশ তৈরি করতে হবে এবং জাতিগত বৈষম্য দূর করতে হবে। জাতিতে জাতিতে যুদ্ধ লেগে থাকলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে না।

শনিবার(১৮ জানুয়ারি) ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট আয়োজিত Education for World Peace বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে একথা বলেন।

প্রফেসর এম ইসলাম বলেন, ক্যাপিটালিজমের লোভে উন্নত বিশ্বের দেশগুলো অস্ত্র বিক্রির জন্য জাতিতে জাতিতে যুদ্ধ লাগিয়ে রাখে। তারা যুদ্ধ না লাগিয়ে ঐ সকল দেশগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারলে উন্নত দেশগুলোর জন্য বাজার তৈরি হতো। তাতে অস্ত্র বিক্রি করতে হতো না আমদানি-রপ্তানি বাণিজ্য করতে পারতো। বিশ্বে শান্তি বিরাজ করত, যুদ্ধ বন্ধ হয়ে যেতো।

বিশেষ সহকারী বলেন, দক্ষ জনশক্তি তৈরি করার জন্য আমাদের শুধু বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করলে হবে না। আমাদের দক্ষ ও মেধাবী শিক্ষক প্রয়োজন। কম্পিউটার ও ইংরেজিতে দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে দেশে ও বিদেশে আমাদের কর্মক্ষেত্র তৈরি হবে। আমাদের দেশের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান নীরবে দক্ষ ও কর্মক্ষম জনশক্তি তৈরি করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিশেষ সহকারী আরো বলেন, দেশের গ্রাম পর্যায়ের শিক্ষকরা অনেক অভাব অনটনে দিন পার করেন। এ সকল শিক্ষকদের উন্নয়নের জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের শিশুদের অনেক প্রতিভা রয়েছে। বাবা-মায়ের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে শিশুদের এসব সুপ্ত প্রতিভা ধ্বংস হয়ে যাচ্ছে। অভিভাবকগণ চায় তার ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। এখান থেকে অভিভাবকদের বেরিয়ে আসতে হবে। আমাদের শিশুদের মূল্যবোধ শেখাতে হবে। শিশুরা মূল্যবোধ শিখে পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আমাদের পাঠ্যপুস্তকে প্রথম শ্রেণি থেকেই মূল্যবোধের বিষয়টি অন্তর্ভুক্ত করা জরুরি।
বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ