22 C
আবহাওয়া
১২:২০ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » ফরিদপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

ফরিদপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

ফরিদপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

বিএনএ, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানা গেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভাঙ্গার খাড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন হলেন, মেহেদী মাতুব্বর (২৫), হাফিজুল ইসলাম হাবু (৪০) ও মিরাজুল ইসলাম (২৫)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ