28 C
আবহাওয়া
৩:৩৯ পূর্বাহ্ণ - মে ২৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে গ্যাস বন্ধ, চরম দুর্ভোগ

চট্টগ্রামে গ্যাস বন্ধ, চরম দুর্ভোগ


বিএনএ, চট্টগ্রাম : শুক্রবার সকাল থেকে চট্টগ্রামে বন্ধ হয়ে গেছে গ্যাস সরবরাহ। আকষ্মিক এই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপর্যয় দেখা দিয়েছে নাগরিক জীবনে। অধিকাংশ বাসায় জ্বলছে না চুলা। বন্ধ হয়ে গেছে বেশির ভাগ সিএনজি পাম্প। আর এর ফলে শহরে কমে গেছে গ্যাসচালিত গাড়ি।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার বাড়ীতে গ্যাস না থাকায় অনেকের বাসায় রান্না করা সম্ভব হয়নি। হোটেলগুলোতে ছিল ভীড়। তাড়াতাড়ি খাবার শেষ হয়ে যাওয়ায় অনেককে খালি হাতে ফিরতে হয়েছে অনলাইনে অনেকে খাবারের অর্ডার দিতে গিয়ে স্টক আউট সমস্যায় পড়েছেন।

নগরীর বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতেও গ্যাস মিলছে না। গ্যাস না পাওয়ায় নগরীতে সিএনজিচালিত অটোরিকশার চলাচলও কমে গেছে। সাপ্তাহিক ছুটির দিনে মানুষ বিভিন্ন গন্তব্যে যেতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন। হাতেগোনা কিছু অটোরিকশা মিললেও সেগুলোতে বেশি ভাড়া হাঁকা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

কেজিডিসিএলের মহাব্যবস্থাপক মো. আমিনুর রহমান বলেন, এলএনজি টার্মিনালের সমস্যার কারণে ভোর থেকেই চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ আছে।

তিনি বলেন, মহেশখালীর দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ হচ্ছে না। সে কারণে এই সংকট। সংস্কার হয়ে আসা একটি টার্মিনাল কমিশনিং করতে গিয়ে সমস্যা হওয়ায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেটি থেকে সরবরাহ হলে চট্টগ্রামে গ্যাস পাওয়া যাবে।

তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা জানাতে পারেননি কেজিডিসিএলের মহাব্যবস্থাপক।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ