16 C
আবহাওয়া
৫:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট

রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট

যানজট

বিএনএ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ সড়কে রাজধানীর খিলক্ষেত থেকে বিমানবন্দরগামী লেনে যানজট দেখা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে যানজটে আটকে থাকা গাড়ির সারি বিমানবন্দর এলাকা থেকে কুড়িল বিশ্বরোড এলাকা ছাড়িয়ে যায়।

খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় কর্মরত ডিএমপি ট্রাফিক বিভাগের একাধিক কর্মকর্তা জানান, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে মানুষ গাজীপুরের টঙ্গীতে আসছেন। ভোররাত থেকে এর প্রভাব পড়তে শুরু করেছে সড়কে।

সকাল পৌনে ৮টায় সরেজমিনে দেখা যায়, খিলক্ষেতে যানজটে আটকে আছে আবদুল্লাহপুরগামী যানবাহন।

গাজীপুর পরিবহনের বাসের হেলপার আজম আলী বলেন, ইজতেমাকে কেন্দ্র করে যাত্রীদের চাপ যাচ্ছে আজ।

উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম বলেন, গতকাল থেকে দলে দলে মানুষ আসছেন বিশ্ব ইজতেমায়। এর প্রভাব দেখা গেছে সড়কে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ