25 C
আবহাওয়া
৬:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ৩৩ বাংলাদেশি আশ্রয়প্রার্থীকে ফেরত পাঠালো জার্মানি

৩৩ বাংলাদেশি আশ্রয়প্রার্থীকে ফেরত পাঠালো জার্মানি

৩৩ বাংলাদেশি আশ্রয়প্রার্থীকে ফেরত পাঠালো জার্মানি

বিএনএ, ঢাকা : আশ্রয়ের আবেদন বাতিল হওয়া বাংলাদেশি অভিবাসীদের একটি দলকে মঙ্গলবার ঢাকায় ফেরত পাঠিয়েছে জার্মানি৷ গত আড়াই মাসের মধ্যে এটি এমন দ্বিতীয় ঘটনা৷

বুধবার (১৯ জানুয়ারি) ইনফো মাইগ্রেন্টস এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, বাংলাদেশি নাগরিকদের বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঢাকায় অবতরণ করে। ৩৩ জনের এই দলে জার্মানি ছাড়াও অস্ট্রিয়া থেকে ফেরত পাঠানো চার জন ও রোমানিয়া থেকে পাঠানো তিন জন ছিলেন।

এছাড়াও অভিবাসীদের যথাযথভাবে ঢাকায় পৌঁছে দিতে প্রায় ১০০ জন জার্মান পুলিশ সদস্য ফ্লাইটটিতে ছিলেন।

এর আগে আশ্রয় আবেদন বাতিল হয়ে যাওয়া বাংলাদেশিদের আরেকটি দলকে গত অক্টোবরে ফেরত পাঠায় বার্লিন। সেখানে মোট ৩২ জন ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ