18 C
আবহাওয়া
২:০৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রাঙ্গামাটিতে মেয়র ও কাউন্সিলর পদে ২ জনের মনোনয়নপত্র বাতিল

রাঙ্গামাটিতে মেয়র ও কাউন্সিলর পদে ২ জনের মনোনয়নপত্র বাতিল

রাঙ্গামাটিতে মেয়র ও কাউন্সিলর পদে ২ জনের মনোনয়নপত্র বাতিল

রাঙ্গামাটি: রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১ জনের মনোনয়নপত্র বাতিল করেছে রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিস।

১৯ জানুয়ারী যাচাই বাছাই শেষে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে এবং সংরক্ষিত ২নং আসনের প্রার্থী সোমা বেগম পূর্ণিমার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন রাঙ্গামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান।

রাঙ্গামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে। সেখানে ও তারা সন্তুষ্ট না হলে কোর্টে আবেদন করতে পারবেন বলে জানান তিনি।

১৯জানুয়ারী রাঙ্গামাটি নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে মেয়র পদে ৫জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ২০ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারী। আগামী ১৪ ফেব্রুয়ারি রাঙ্গামাটিতে ইভিএমের মাধ্যমে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনএ/শামসুল আলম,

Loading


শিরোনাম বিএনএ