21 C
আবহাওয়া
৮:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » পুলিশ এসসিকে হারালো বসুন্ধরা কিংস

পুলিশ এসসিকে হারালো বসুন্ধরা কিংস

পুলিশ এসসিকে হারালো বসুন্ধরা কিংস

বিএনএ, স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনিয়োর জোড়া গোলে প্রিমিয়ার লিগ ফুটবলে পুলিশ এফসিকে ২-১ গোলে হারালো বসুন্ধরা কিংস। এটি বসুন্ধরা কিংসের টানা দ্বিতীয় জয়। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

১৫ মিনিটেই দারুণ প্লেসমেন্ট শটে দলকে এগিয়ে দেন নতুন রিক্রুট ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবিনহো। হাফ টাইমের যখন বাকি মিনিট তিনেক, তখন পুলিশকে সমতায় ফেরায় আইভরি কোস্টের টওরে। তবে পুলিশকে স্বস্তিতে বেশিক্ষণ থাকতে দেননি রবিনহো। হাফ টাইমের বাশি বাজার ঠিক আগ মুহূর্তে দূর পাল্লার শটে দলকে আবার এগিয়ে দেন তিনি।

হাফ টাইমের পর আর ঘুরেই দাঁড়াতে পারেনি পুলিশ। বসুন্ধরার বেশ কিছু শট ওদের গোলরক্ষক দৃড়তার সাথে ফেরালে ২-১ এই শেষ হ্য় ম্যাচ।

নিজেদের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়ে লিগে শুভসূচনা করেছিল অস্কার ব্রুসনের বসুন্ধরা কিংস।

এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ঢাকা আবাহনী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ