বিএনএ, ঢাকা : ভারতের উপহার দেওয়া ২০ লাখ করোনার টিকা কাল বুধবার বা বৃহস্পতিবার দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীকালের দেয়া শিডিউলে অথবা পরশুদিন ভারত এই টিকা আমাদের কাছে পৌঁছে দেবে। বিমানবন্দরে গিয়ে এ টিকা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ বলেন, ভারত থেকে আসা এসব টিকা সিএমএসডি, স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই এবং তেজগাঁও হেলথ কমপ্লেক্সের কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হবে। সরকারের কেনা ৩ কোটি ডোজ টিকার প্রথম চালান হাতে পাওয়ার পর সব জেলায় একসঙ্গে টিকাদান কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মীদের কিছু টিকা দিয়ে পর্যবেক্ষণ করার কথা জানিয়ে তিনি বলেন, এক সপ্তাহ পর সব জেলায় শুরু করা হবে। এটাই আমাদের পরিকল্পনা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এর আগে জানিয়েছিলেন, প্রথম ধাপে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে আসবে ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে বেক্সিমকোর মাধ্যমে যে তিন কোটি ডোজ টিকা কেনা হচ্ছে। ২৬ জানুয়ারি থেকেই অনলাইনে নিবন্ধন শুরু হবে এবং ফেব্রুয়ারির শুরুতে সারা দেশে টিকা প্রয়োগ আরম্ভ হবে।
বিএনএনিউজ/জেবি