বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছোটন বিশ্বাস প্রকাশ সেতু (৩৯)-কে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর হালিশহর বড়পোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে র্যাব -৭ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত আসামি ছোটন নগরীর বন্দর থানাধীন আকমল আলী রোড এলাকার দ্বিজেন্দ্র লাল বিশ্বাসের ছেলে।
র্যাব জানায়, বন্দর থানার মামলা নং – ২৭/২০১২ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছোটন বিশ্বাস প্রকাশ সেতুকে হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব আরও জানায়, ছোটন গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।
বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী