24 C
আবহাওয়া
৩:০৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » কুরআনের আলোকে ১০০টি উপদেশ

কুরআনের আলোকে ১০০টি উপদেশ


বিএনএ, ডেস্ক : আল্-কুর্’আন্ ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, যা আল্লাহর বাণী। এটি আরবি শাস্ত্রীয় সাহিত্যের সর্বোৎকৃষ্ট রচনা ।কুরআনকে প্রথমে অধ্যায়ে (আরবিতে সূরা) ভাগ করা হয় এবং অধ্যায়গুলো (সূরা) আয়াতে বিভক্ত করা হয়েছে। এই কিতাব আল্লাহর ফেরেশতা জিবরাইল এর মাধ্যমে নবি মুহাম্মাদ এর কাছে মৌখিকভাবে ভাষণ আকারে কুরআনের আয়াতগুলো অবতীর্ণ ।ঐশ্বরিক বার্তা প্রেরণের ধারাবাহিক প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায় যা আদম থেকে শুরু হয়ে মুহাম্মাদের মধ্য দিয়ে শেষ হয়। জীবন চলার পথ কুলুস মুক্ত ও পরিপাটি করে তোলার জন্য কুরআন অবতীর্ণ করা হয়।
গত পর্বের ধারাবাহিকতায় কুরআনের আলোকে ১০০টি উপদেশ তুলে ধরা হল : 

২১। গোপন তত্ত্ব অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না।সূরা বাকারা ২:২৮৩

২২। সমস্ত নবির প্রতি বিশ্বাস স্থাপন করো।সূরা বাকারা ২:২৮

২৩। সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দিও না। সূরা বাকারা ২:২৮৬

২৪। তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ো না।সূরা আল-ইমরান ৩:১০৩

২৫। ক্রোধ সংবরণ করো।সূরা আল-ইমরান ৩:১৩৪

২৬। রূঢ় ভাষা ব্যবহার করো না।সূরা আল-ইমরান ৩:১৫৯

২৭। এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করো।সূরা আল-ইমরান ৩:১৯১

২৮। পুরুষ ও নারী উভয়ই তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে।সূরা আল-ইমরান ৩:১৯৫

২৯। মৃতের সম্পদ তার পরিবারের সদস্যসের মাঝে বন্টন করতে হবে। সূরা নিসা ৪:৭

৩০। উত্তরাধিকারের অধিকার নারীদেরও আছে।সূরা নিসা ৪:৭

৩১। অনাথদের সম্পদ আত্মসাৎ করো না।সূরা নিসা ৪১০

৩২। যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না।সূরা নিসা ৪:২৩

৩৩। অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না।সূরা নিসা ৪:২৯

৩৪। পরিবারের উপর কর্তৃত্ব চালাবে পুরুষ।সূরা নিসা ৪:৩৪

৩৫। অন্যদের জন্য সদাচারী হও।সূরা নিসা ৪:৩৬

৩৬। কার্পণ্য করো না।সূরা নিসা ৪:৩৭

৩৭। বিদ্বেষী হয়ো না।সূরা নিসা ৪:৫৪

৩৮। মানুষের সাথে ন্যায়বিচার করো।সূরা নিসা ৪:৫৮
৩৯। একে অপরকে হত্যা করো না। সূরা নিসা ৪:৯২

৪০। বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না। সূরা নিসা ৪:১০৫

বিএনএ নিউজ/রেহানা, ওজি

আরও পড়ুন : কোরআনের আলোকে ১০০টি উপদেশ

 

Loading


শিরোনাম বিএনএ