16 C
আবহাওয়া
৪:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » এমবাপ্পের ২ গোলে সমতায় ফ্রান্স

এমবাপ্পের ২ গোলে সমতায় ফ্রান্স


বিএনএ, স্পোর্টস ডেস্ক : ৩৬ বছরের আক্ষেপ ঘুচাতে ফ্রান্সের মুখোমুখি আর্জেন্টিনা। প্রথমার্ধে লড়াইয়ে ২-০ তে এগিয়েও গিয়েছিল।

তবে বাধা হয়ে দাঁড়ালেন এমবাপ্পে। দুই মিনিটে দুই গোল করে সমতায় ফেরালেন দলকে। ম্যাচের ৭৯ মিনিটে আক্রমণে ওঠে ফ্রান্স। কোলো মুয়ানিকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় সরাসিরা। সেই পেনাল্টি থেকে গোল করে ব্যব্ধান ২-১ এ নামিয়ে আনেন এমবাপ্পে।

ঠিক এক মিনিট পরই এমবাপ্পে যেন ফ্রান্সকে নতুন করে জীবন ফিরিয়ে দেন। ৮২ মিনিটে কোম্যানের পাস থেকে দুর্দান্ত ভলিতে আবারও আর্জেন্টিনার জালে বল জড়ান এমবাপ্পে। তার জোড়া গোলে ম্যাচে সমতা আনে ফ্রান্স।

বাংলাদেশ সময় আজ রাত ৯টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ