14 C
আবহাওয়া
১১:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » আব্বু আম্মু ক্ষমা করে দিও

আব্বু আম্মু ক্ষমা করে দিও

আব্বু আম্মু ক্ষমা করে দিও

বিএনএ,জামালপুর : ‘আব্বু আম্মু ক্ষমা করে দিও, আজ বাড়ি যাওয়ার কথা ছিল, আপু মুশাব্বিরের প্রতি খেয়াল রাখিও’ ফেসবুকে এ স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হয়েছেন শিব্বির আহমেদ। তিনি ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শুক্রবার ( ১৭ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ থেকে জামালপুরের মেলান্দহে নিজ বাড়িতে ফেরার কথা ছিল তার।

নিখোঁজ শিব্বির আহমেদের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল্লাহ আল-ফারুকের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শহরের মীরবাড়ী এলাকায় একটি মেসে থাকতেন শিব্বির আহমেদ। শুক্রবার সকালে ফোন দিয়ে বাড়িতে আসার কথা জানান তিনি। এর আগে শিব্বির আহমেদ সকালে তার ফেসবুকে কয়েকটি স্ট্যাটাস দেন, স্ট্যাটাসে বলা হয়- ‘ভালো থাকবে জায়গা, সুখে থাকবে শহর’, ‘ঘর ,পরিবার, জায়গা ক্ষমা করে দিও’।

এর পরে সকাল টার ৭  দিকে আবার ফোন দিয়ে তার পরিবারকে শিব্বির জানান, ময়মনসিংহ থেকে ট্রেনে বাড়ি আসছেন।‌ ফোন দেওয়ার কিছু আগে সর্বশেষ ফেসবুকে আরো  একটি স্ট্যাটাস দেন তিনি। পোস্টে তিনি বলেন- ‘আব্বু আম্মু ক্ষমা করে দিও, আজ বাড়ি যাওয়ার কথা ছিল, আপু মুশাব্বিরের প্রতি খেয়াল রাখিও। এ স্ট্যাটাস দেখে আবার ফোন দিলে, তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার মেস ও বিভিন্ন জায়গায় খোঁজ নিলে তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ শিব্বিরের খালাতো ভাই মুত্তাছিম বিল্লাহ বলেন, আমাদের ধারণা মেস থেকে বৃহস্পতিবার রাতেই বের হয়েছেন। শুক্রবার সকালে তার ফেসবুক কয়েকটি স্ট্যাটাস দেন, তারপর থেকে আমরা খোঁজখবর নেয়া শুরু করি, সর্বশেষ ফোনে জানানো হয়ে বাড়িতে আসছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে আমরা তাকে কোথাও খুঁজে পাইনি। তিনি আত্মহত্যা করার মতো ছেলে না, হঠাৎ এ ধরনের স্ট্যাটাস দিয়ে কি জন্য নিখোঁজ হলো আমারা ধারণা করতে পারছি না।

শিব্বির আহমেদ বাবা আব্দুল্লাহ আল ফারুক বলেন, আমার ছেলে খুব সহজ সরল, তিনি কখনোই আত্মহত্যা করতে পারে না। তার কোনো টাকা পয়সার সমস্যাও ছিল না। হঠাৎ কী জন্য এ ধরনের ফেসবুকে পোস্ট দিয়ে নিখোঁজ হলো কিছুই বুঝতে পারছি না।গতকাল শুক্রবার রাতে কোতোয়ালী থানায় জিডি করছি। এখনো কোনো খোঁজ খবর পাইনি, কোথায় আছে বা কেমন আছে।

বিএনএনিউজ২৪.কম/এম শাহীন /এনএএম

Loading


শিরোনাম বিএনএ