19 C
আবহাওয়া
৮:২৮ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত


বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম খন্দকার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সিয়াম আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
জানা গেছে, শুক্রবার বিকেলে নুরপুরে নিজ বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রির সঙ্গে আলোকসজ্জার কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন সিয়াম।

তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।  পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল স্থানান্তর করা হলে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ