35 C
আবহাওয়া
১২:৪৪ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » অ্যামাজনকে ২০২ কোটি টাকা জরিমানা করেছে ভারত

অ্যামাজনকে ২০২ কোটি টাকা জরিমানা করেছে ভারত

অ্যামাজনকে ২০২ কোটি টাকা জরিমানা করেছে ভারত

বিএনএ ডেস্ক  : ছাড়পত্র পেতে তথ্য গোপন করার অভিযোগে আমেরিকার ই-কমার্স সংস্থা অ্যামাজনকে ২০২ কোটি টাকা জরিমানা করেছে ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই)।

শুক্রবার (১৭ ডিসেম্বর) ৫৭ পাতার নির্দেশনামায় সিসিআই জানিয়েছে, একাধিক বিধি লঙ্ঘন করে তথ্য গোপন করার কারণে অ্যামাজনের সঙ্গে ফিউচার কুপনসের চুক্তি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত থাকবে।  অ্যামাজন ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করে গিয়েছে, যাতে প্রতিযোগিতা কমিশনের ছাড়পত্র মিলতে সমস্যা না হয়। এই কারণে অ্যামাজনকে ২০২ কোটি টাকা জরিমানা করেছে সিসিআই। এই সময়ের মধ্যে সিসিআই ওই চুক্তিপত্র আবার খতিয়ে দেখবে। ততদিন পর্যন্ত চুক্তি স্থগিত।

অ্যামাজনের মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, ‘সংস্থা ভারতের প্রতিযোগিতা কমিশনের এই সংক্রান্ত নির্দেশনামা পড়ে দেখছে। তার পর পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে।’

২০১৯ সালে অ্যামাজনের সঙ্গে ফিউচার কুপনসের চুক্তিতে ছাড়পত্র দেওয়ার সময় সিসিআই উল্লেখ করেছিল, অধিগ্রহণকারী (এ ক্ষেত্রে অ্যামাজন) ভুল তথ্য দিলে তৎক্ষণাৎ ছাড়পত্র স্থগিত করা হবে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ