28 C
আবহাওয়া
৬:২০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ১১ সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন

১১ সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন

বাংলাদেশ সরকার

বিএনএ, ঢাকা : সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ১১ সদস্যদের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে সরকার। আগামী ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে।

সোমবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।

কমিশনের সদস্যরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীন, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক জাহিদ, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সচিব আখতার হোসেন খান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ফাহিম আহমেদ, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির, দ্য ডেইলি স্টারের বগুড়া প্রতিনিধি মোস্তফা সবুজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর টিটু দত্ত গুপ্ত, শিক্ষার্থী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন এবং প্রতিনিধি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (অ্যাটাকো)।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ