24 C
আবহাওয়া
১০:০৮ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » সাত প্রাণ কেড়ে থামল ঘূর্ণিঝড় মিধিলি

সাত প্রাণ কেড়ে থামল ঘূর্ণিঝড় মিধিলি

মিধিলি

বিএনএ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি সারাদেশে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। মিধিলির প্রভাবে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জেলা প্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজারের টেকনাফে মাটির দেয়াল চাপা পড়ে একই পরিবারের চার জনের প্রাণহানি হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও টাঙ্গাইলে গাছের ডাল ভেঙে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১ নম্বর ওয়ার্ড মরিচ্যাঘোনায় বসতঘরের মাটির দেয়াল চাপায় এক পরিবারের মা, তিন ছেলে-মেয়েসহ চার জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনার পানিরছড়া মৃত ঠান্ডা মিয়ার ছেলে ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া বেগম (১১)।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, শুক্রবার সকালে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনার পানিরছড়া এলাকায় বসতঘরের মাটির দেয়াল চাপা পড়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারী এক পরিবারের চার জন নিহত হয়েছেন।

এদিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে গাছের ঢাল ভেঙে পড়ে ছিদরাতুল মুনতাহা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মুনতাহা ওই ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের মহানগর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে ওই শিশুর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে গাছের ডাল ভেঙে পড়ে আবদুল ওহাব নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। শুক্রবার বিকেলে মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আবদুল ওহাব ওই এলাকার হানিফ মাস্টারবাড়ির বাসিন্দা।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বিকেলে আসরের নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন আবদুল ওহাব। মসজিদ থেকে বাড়ির দরজায় পৌঁছালে একটি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়া টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল ভেঙে পড়ে আবদুর রাজ্জাক (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুপুরে বাসাইল উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের বাসিন্দা। বাসাইল বাজারের কোটিপতি মার্কেটে তিনি কাপড়ের ব্যবসা করতেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ