20 C
আবহাওয়া
৮:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » একটা-দুইটা দল না এলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে: কাদের

একটা-দুইটা দল না এলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে: কাদের

কাদের

বিএনএ ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচনে দু-একটি দল অংশ না নিলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সংবিধান মেনে যে নির্বাচন হচ্ছে তাতে কেউ অংশ না নিলে নির্বাচন আটকে থাকবে না।’

বুধবার (১৮ অক্টোবর) সকালে ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন হবে আমাদের সংবিধান অনুযায়ী, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে।’

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘ইলেকশনে অংশ নেওয়া আপনার অধিকার। এটা কারও দয়া নয়। তবে আপনি (নির্বাচনে) না এলে আমি কী করব? কেউ নিজের অধিকার যদি প্রয়োগ না করে, সেটার জন্য তারা দায়ী।’

সেতুমন্ত্রী বলেন, জিয়াউর রহমান যে হত্যার রাজনীতি শুরু করেছিল তার বিরুদ্ধে লড়াই চলবে। বিএনপির হত্যার রাজনীতি বাংলার মাটি থেকে নির্মূল করতে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই অব্যাহত থাকবে। শেখ রাসেলের মতো শিশুদের জন্য দেশকে সম্পূর্ণ নিরাপদ করে না তোলা পর্যন্ত লড়াই থাকবে।

বিএনপির নেতাকর্মীদের আটকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘খুনের মামলা, অস্ত্র মামলার আসামিদের আটক করা কি অপরাধ? সুনির্দিষ্ট অভিযোগ আছে। অগ্নিসন্ত্রাস, ভাঙচুরের মামলায় যারা জড়িত তাদের বিষয়ে ধারাবাহিকভাবে কাজ চলছে। তাদের গ্রেপ্তারি পরোয়ানা নতুন করে নয়।’

শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। বুধবার সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুকন্যা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে সেখানে সমাহিত স্বজনদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন। এবং নিহত স্বজনদের স্মরণ করে দুই হাত তুলে মোনাজাত করেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ