বিএনএ,বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে কেক কেটে উদযাপন করেছে স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে কলেজ ক্যাম্পাসে এ আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি ইকরামুল হক মুন্না, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রাসেল, পৌর ছাত্রলীগ সভাপতি মো জাবেদ হোসেন, স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরফাত হোসেন তারেক, যুগ্ম আহ্বায়ক মাহিম উদ্দীন, বখতিয়ার উদ্দীন নয়ন, মেহত্তাব বিন মেজবাহ প্রমুখ।
এর আগে সকাল ১০ টায় ছাত্রলীগ নেতৃবৃন্দ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
বিএনএ/ বাবর মুনাফ,ওজি