24 C
আবহাওয়া
৮:০৬ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারা বিএনপির সদস্য সচিবসহ বহিষ্কার ৪

আনোয়ারা বিএনপির সদস্য সচিবসহ বহিষ্কার ৪

আনোয়ারা বিএনপির সদস্য সচিবসহ বহিষ্কার ৫

বিএনএ, চট্টগ্রাম :দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনসহ  চার নেতাকে দল থেকে বহিষ্কার করা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেন।

বহিষ্কৃত বাকি নেতারা হলেন, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী মো. ফোরকান, আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল কাদের জিয়া, ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির ও মো. হাসান।

আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ৫ নেতা বহিষ্কার
আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ৫ নেতা বহিষ্কার

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রতিনিধি সভা শেষে বিএনপি নেতা হুমায়ুন কবির চৌধুরী আনছার ও দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রফিকুল ইসলাম খোকার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। হামলাকারীরা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের অনুসারী। এ ঘটনার প্রত্যক্ষদর্শী নেতাকর্মীরা আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব হেলালকে ঘটনার জন্য দায়ী করে আসছিলেন।

গত সোমবার হামলার সাথে জড়িতদের বহিষ্কারের দাবিতে আনোয়ারায় ঝাড়ু মিছিল করে যুবদল।

এছাড়াও এই হেলাল উদ্দিনের বিরুদ্ধে রয়েছে ২০০৪ সালে চট্টগ্রামের আলোচিত বিএনপি নেতা ও ব্যবসায়ী জামাল উদ্দিন অপহরণ ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ । এই ঘটনায় তাকে গ্রেপ্তারও করা হয়েছিল । আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে কালো হেলাল, ব্যবসায়ী জামাল উদ্দিন অপহরণের ও হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বিকার করেছিলেন। সাম্প্রতিক সময়ে উপজেলা বিএনপির কমিটিতে হেলাল উদ্দিনকে করা হয় উপজেলা বিএনপির সদস্য সচিব। এর প্রতিবাদ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব বরাবর অভিযোগ দিয়েছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়করা।

লায়ন হেলাল

আনোয়ারা উপজেলা বিএনপির নেতা কর্মীরা জানান, লায়ন হেলাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর হেলালের অনুসারী। ইতিপূর্বে দলের গুরুত্বপূর্ণ কোন পদে না থাকলেও মীর হেলালের সুপারিশে তাকে আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব করেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ।

আনন্দ মিছিল
এদিকে আলোচিত বিএনপি নেতা জামাল উদ্দিন অপহরণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত হেলালকে বহিষ্কারের সিদ্ধান্তে এলাকায় আনন্দ মিছিল করেছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।
আহবায়ক কমিটি ঘোষণা

প্রসঙ্গত- গত ১৪মে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোশতাক আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোশারফ হোসেনকে আহবায়ক এবং লায়ন হেলালউদ্দিনকে সদস্য সচিব করে আনোয়ারা উপজেলা বিএনপি’র ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ