33 C
আবহাওয়া
৩:০৯ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » করোনায় প্রাণ হারালআরও ৬ জন(১৮ অক্টোবর)

করোনায় প্রাণ হারালআরও ৬ জন(১৮ অক্টোবর)

করোনায় মৃত্যু

বিএনএ, ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারা দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হয়েছেন ২৮৭ জন।
এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪০৮ জন। একই সঙ্গে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৫৫৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ১৬ শতাংশ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৭ শতাংশ। করোনার শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ। মোট শনাক্ত রোগীর বিপরীতে এ পর্যন্ত মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ