24 C
আবহাওয়া
১:৩৪ অপরাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » টি-টোয়েন্টি বিশ্বকাপ : নামিবিয়ার বিরুদ্ধে ৫উইকেটে জয়ী নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপ : নামিবিয়ার বিরুদ্ধে ৫উইকেটে জয়ী নেদারল্যান্ডস

নামিবিয়ার বিরুদ্ধে ৫উইকেটে জয়ী নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপ(Icc Mens t 20 worldcup 2022) এর মঙ্গলবারের(১৮ অক্টোবর) গ্রুপ এ এর খেলায় নামিবিয়া প্রথমে ব্যাট করে(Namibia vs Netherlands) ১২১ রান সংগ্রহ করেছে।

অস্ট্রেলিয়ার জিলংয়ে মঙ্গলবার (১৮ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১২১ রান।

১২২ রানে জয়ের লক্ষে খেলতে নেমে নেদারল্যান্ডস ১৯ দশমিক ৩ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। ৩ বল বাকি থাকতে তারা জয় পেয়ে যায়।

আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রান করে ৫৫ রানে ম্যাচ জিতেছিল নামিবিয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেই চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়াটা একরকম নিশ্চিত হয়ে যাবে তাদের।নেদারল্যান্ডসের পক্ষে ৩ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন বাস ডি লেডে। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন অ্যাকারমান, মিকারেন, প্রিঙ্গল ও মারউই।

আগের ম্যাচে নেদারল্যান্ডস ইউনাইটেড আরব আমিরাতের বিরুদ্ধে ৩উইকেটে জয় পেয়েছিল।

শ্রীলংকা বনাম সংযুক্ত আরব আমিরাত(ইউএই)
শ্রীলংকা বনাম সংযুক্ত আরব আমিরাত(ইউএই)

পরবতী খেলা  : শ্রীলংকা বনাম সংযুক্ত আরব আমিরাত(ইউএই) বাংলাদেশ স্থানীয় সময় বেলা ২টায়

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ