বিশ্ব ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্বায়ত্তশাসন হারানোর পর প্রথম আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার(১৮ সেপ্টেম্বর) সকালে ভোটাররা ভোট দিতে শুরু করেন। ২০১৯ সালে বিতর্কিত এই অঞ্চলটি তার আধা-স্বায়ত্তশাসিত মর্যাদা হারানোর পর এবারই প্রথমবারের মতো কাশ্মীরিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছেন।
কাশ্মীরিরা বুধবার সকালে ভোটকেন্দ্রগুলোর বাইরে সারিবদ্ধ হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রায় ৯ মিলিয়ন নিবন্ধিত ভোটার হিমালয় অঞ্চলের ৯০ আসনের আইনসভায় সদস্য নির্বাচন করবেন। বুধবারের প্রথম ধাপের ভোটের পর দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোটগ্রহণ যথাক্রমে ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৮ অক্টোবর এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
কাশ্মীরি রাজনৈতিক বিশ্লেষক শেখ শওকত হোসেন মিডিয়াকে বলেন, এই নির্বাচনটি গুরুত্বপূর্ণ কারণ এটি অঞ্চলের ঐতিহাসিক বিশেষ মর্যাদার উপর “এক ধরনের গণভোট” হয়ে উঠেছে, যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাতিল করেছিলেন।
এই সিদ্ধান্ত, যা গত বছর ভারতের সুপ্রিম কোর্ট বহাল রাখে, ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে ক্ষোভ এবং ভয়ের জন্ম দেয়। অনেকের আশঙ্কা ছিল যে মোদীর হিন্দু জাতীয়তাবাদী আদর্শের অধীনে, নয়াদিল্লি এই অঞ্চলের জনসংখ্যাগত গঠন পরিবর্তন করতে চায়।
মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার বলেছে যে, অঞ্চলটির বিশেষ মর্যাদা বাতিল করার ফলে এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে এবং এর উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।সূত্র : আল জাজিরা
বিএনএ,এসজিএন/এইচমুন্নী